হবিগঞ্জ সংবাদদাতাঃ
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়ন ভূমি অফিসে লিটন চন্দ্র দেব দীর্ঘদিন যাবত ওই অফিসে দালালী করে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণা করে কালো টাকার পাহাড় গড়ে তুলেছে। ওই অফিসে তার বোন জামাই সুজিত চন্দ্র দেব ইউনিয়ন সহকারী তহসিলদার পদে চাকুরী করত সেই সুবাদে লিটন চন্দ্র দেব কে দালালী সুযোগ করে দেয় সুজিত। তারা দুই জনে মিলিত হয়ে ভূমি অফিসে রাম রাজত্ব কায়েম করেছে এমন কি কালো টাকার পাহাড় গড়ে তুলেছে, শহরে জায়গা জমি কিনে বাসা বাড়ির মালিক বনে গেছে। যার নুন আনতে পানতা পুরাত তারা আজ কুঠি টাকার মালিক বনে গেছে। লিটন চন্দ্র দেব এর গ্রামের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার আহাম্মদ নগর ( লস্করপুর) গ্রামের মৃত অনিল চন্দ্র দেব এর পুত্র, সুজিত চন্দ্র দেব এর বাসা হবিগঞ্জ শহরের কালিগাছ তলায়। দূর্নীতি কারনে সুজিত চন্দ্র দেব কে কিছু দিন পূর্বে বাহুবল উপজেলার ৩নং সাতকাহন ইউনিয়নে বদলি করা হয়। লিটন চন্দ্র দেব এর বিষয়ে সুজাতপুর ইউনিয়ন তহসিলদার আবু বকরের সাথে যোগাযোগ করা হলে সে জানায় তার অফিসে লিটন চন্দ্র দেব কম্পিউটার এর কাজ করে।
এলাকায় স্হানীয় লোকজন অভিযোগে জানায়, ঘুষ ছাড়া ওই অফিসে কোন কাজ হয় না। অন্যথায় হয়রানির স্বীকার হতে হচ্ছে। ঔই অফিসে দীর্ঘদিন যাবৎ ঘুষ বানিজ্য রমরমা ব্যবসা চলছে। দালাল লিটনের বিরুদ্ধে ব্যবস্হ্যা নেয়ার দাবী জানাচ্ছে এলাকাবাসী।