ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল পৌরসভার কার্যক্রম স্থগিত সেবা না পেয়ে ক্ষুব্ধ পৌরবাসী


আপডেট সময় : ২০২৫-০৮-২৫ ২২:১৬:৪৭
বেনাপোল পৌরসভার কার্যক্রম স্থগিত সেবা না পেয়ে ক্ষুব্ধ পৌরবাসী বেনাপোল পৌরসভার কার্যক্রম স্থগিত সেবা না পেয়ে ক্ষুব্ধ পৌরবাসী
 
শার্শা উপজেলা প্রতিনিধি - মানিক হোসেন 
যশোর জেলার প্রথম শ্রেণির পৌরসভা বেনাপোল সোমবার (২৫ আগস্ট) দুপুর থেকে কার্যক্রম স্থগিত করে সহকারী ভূমি কর্মকর্তার বিদায় অনুষ্ঠানে অংশ নেয়। এ সময় পৌরসভার প্রায় সব কর্মকর্তা ও কর্মচারী অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকায় সেবা নিতে এসে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন।
 

দুপুরে পৌরসভা কার্যালয়ে গিয়ে দেখা যায়, একজন নারী রিসেপশনিস্ট ছাড়া আর কোনো কর্মকর্তা নেই। সেবা নিতে আসা মানুষ অপেক্ষা করেও সাড়া না পেয়ে ক্ষুব্ধ হয়ে ফিরে যান। এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখন পৌরসভায় একজন কর্মকর্তাও নেই। এটা কি সরকারি ছুটি? আমরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছি।”
 

এদিকে পৌরসভার নয়টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে পানিবন্দী অবস্থার সৃষ্টি হয়েছে। জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স আদায় ছাড়া দৃশ্যমান কোনো উন্নয়ন না থাকায় নাগরিকদের ক্ষোভ বাড়ছে। যদিও পৌর প্রশাসক ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজির হাসান তার ব্যক্তিগত ফেসবুক পেজে রাস্তা সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের একটি পরিকল্পনার খসড়া প্রকাশ করেছিলেন, তবুও দীর্ঘ সময় পার হলেও কোনো অগ্রগতি দেখা যায়নি।
 

পৌরসভা সূত্রে জানা যায়, কর্মকর্তারা দুপুরে বিদায় অনুষ্ঠানে যোগ দিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ বিষয়ে প্রশাসকের সঙ্গে মোবাইল খুদেবার্তায় যোগাযোগের চেষ্টা করেও কোনো জবাব পাওয়া যায়নি।
 
 
পৌরবাসীর অভিযোগ, একটি বিদায় অনুষ্ঠানের জন্য পুরো পৌরসভার কার্যক্রম স্থগিত করা দায়িত্বহীনতা। তারা উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়ন ও পৌরসেবার মানোন্নয়নে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ