সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন কালীগঞ্জ কমিটি অনুমোদিত
আপডেট সময় :
২০২৫-০৮-২৫ ১৮:৫৭:২৪
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন কালীগঞ্জ কমিটি অনুমোদিত
গাজীপুর প্রতিনিধি:
কালীগঞ্জ উপজেলায় “সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন” এর কালীগঞ্জ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করেছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দৈনিক ঐশী বাংলা’র সিনিয়র রিপোর্টার মোঃ শামীম শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় দৈনিক সরে জমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, “সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সাংবাদিকদের অধিকার রক্ষা, প্রশিক্ষণ প্রদান এবং পেশাগত মানোন্নয়নে ফাউন্ডেশন সর্বদা কাজ করে যাবে।”
বাংলাদেশের ব্যতিক্রমধর্মী এ সাংবাদিক সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো:-
কোনো অসহায় সাংবাদিক মৃত্যুবরণ করলে তার দাফন-কাফনের পূর্ণ ব্যয় বহন করা এবং পরিবারকে আর্থিক অনুদান প্রদান।
মৃত সাংবাদিকের সন্তানদের পড়ালেখার দায়িত্ব গ্রহণ ও কর্মসংস্থানের ব্যবস্থা।
প্রতিটি জেলায় সাংবাদিকদের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন।
বিভাগীয় পর্যায়ে সাংবাদিকদের জন্য হাসপাতাল প্রতিষ্ঠা।
প্রতিটি জেলায় সাংবাদিক পরিবারের জন্য স্কুল ও মাদ্রাসা প্রতিষ্ঠা।
নারী সাংবাদিকদের জন্য টেইলারিং, কম্পিউটার, অনলাইন মার্কেটিং, আউটসোর্সিংসহ বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা।
আইনি সহায়তার জন্য প্রতিটি জেলায় আইনজীবী নিয়োগ।
স্বাস্থ্যসেবার জন্য জেলা ও থানা পর্যায়ে চিকিৎসক নিয়োগ।
কারামুক্ত সাংবাদিকদের পুনর্বাসন কার্যক্রম।
সাংবাদিকদের যাতায়াত, বিনোদন ও ভ্রমণ সুবিধা নিশ্চিতকরণ।
সাংবাদিকদের আর্থ-সামাজিক উন্নয়ন ও উচ্চশিক্ষার জন্য প্রয়োজনে বিদেশে প্রেরণ।
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়েই সাংবাদিকদের কল্যাণে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স