অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক
র্যাব-১৩ এর অভিযানে রংপুর হতে ১৫৩.২০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার। 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল ইং ২৪ আগষ্ট ২০২৫ তারিখ দুপুর ০১.৪০ ঘটিকার সময় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ৭নং লতিফপুর ইউনিয়নের অন্তর্গত ৪নং ওয়ার্ড ফতেপুর এলাকা রংপুর মডার্ন মোড় থেকে বগুড়াগামী হাইওয়ে রোডের পশ্চিম পাশে বাতাসন ফতেপুর দক্ষিনপাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মহিলা সদস্য দ্বারা ধৃত আসামির দেহ তল্লাশি করে আসামির হাতে থাকা ভ্যানিটি ব্যাগের মধ্যে স্বচ্ছ সাদা জিপারে রক্ষিত ১৫৩.২০ গ্রাম হেরোইনসহ মহিলা মাদক ব্যবসায়ী মোছাঃ নাজমা বেগম (৪০) পিতা- মৃত কাছেদ আলী, সাং-গোগগ্রাম, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স