ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে রামচন্দ্রকুড়া ইউনিয়নের ছাত্রদলের সভাপতি ইয়াবাসহ আটক


আপডেট সময় : ২০২৫-০৮-২৫ ১৮:৩৬:৩৬
নালিতাবাড়ীতে রামচন্দ্রকুড়া ইউনিয়নের ছাত্রদলের সভাপতি ইয়াবাসহ আটক নালিতাবাড়ীতে রামচন্দ্রকুড়া ইউনিয়নের ছাত্রদলের সভাপতি ইয়াবাসহ আটক
 
তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
 
শেরপুরের নালিতাবাড়ীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর অভিযানে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ  রামচন্দ্রকুড়া ইউনিয়নের ছাত্রদলের সভাপতি আশিক মাহমুদকে গ্রেফতার করা হয়েছে।
 

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৪ আগস্ট ২০২৫) রাত ১০টার দিকে নালিতাবাড়ী উপজেলার ৪নং নয়াবিল ইউনিয়নের হাতিপাগাড় এলাকার চারআলী বাজারে অভিযান চালায়। অভিযানে চান মিয়া ডেন্টাল কেয়ারের সামনে পাকা সড়ক থেকে মো. আশিক মাহমুদ (২৫) আটক করা হয়।

 
র‍্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে আসামির দেহ তল্লাশি করে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং সিম উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৪৩ হাজার ৫০০ টাকা। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত আসামি ও জব্দকৃত আলামত নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ