আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি:
মেঘনার ভয়াবহ ভাঙনে ভোলার শহর রক্ষা বাঁধের শিবপুর ও মেদুয়া ইউনিয়নসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে পড়েছে। প্রবল স্রোতে ভেঙ্গে যাচ্ছে বাড়িঘর ও ফসলি জমি। গৃহহীন হয়ে পড়েছে শতাধিক পরিবার। গুরুত্বপূর্ন শহরের টেকসই রক্ষা বাঁধের কার্যকর উদ্যোগের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও ও ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন কয়েক হাজার এলাকাবাসী।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১১ টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হওয়ায় ইতোমধ্যে শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। হুমকির মুখে রয়েছে শিবপুর মাছ ঘাট, চার ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠান, বসতবাড়ি এবং ভোলা শহর রক্ষা বাঁধ। পরিস্থিতি মোকাবিলায় স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে তারা পাউবো কার্যালয়ে স্মারকলিপি দেন।
এসময় ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন আরিফ বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বলেন, ভোলা শহর রক্ষা বাঁধের শিবপুর'সহ ভাঙনকবলিত এলাকায় আজ থেকেই দ্রুত গতিতে জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলার কাজ শুরু হবে।
তিনি আরও জানান, মেঘনা নদীর ঝুঁকিপূর্ণ ৪ কিলোমিটার তীর সংরক্ষণ ও ৬ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে ৭৩০ কোটি টাকার একটি প্রকল্প সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে দ্রুত স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে।