ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুর থেকে ৫৩ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৮-২৫ ১৭:১৫:২৫
মাধবপুর থেকে ৫৩ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। মাধবপুর থেকে ৫৩ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের মাধবপুর থেকে ৫৩ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৯। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।



এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে গত ২৪/০৮/২০২৫ইং তারিখ সময় আনুমানিক রাত ২২:৪০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন চারাভাঙ্গা মোড় এলাকা হতে ৫৩ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার জব্দ করা হয়। আটককৃত আসামিরা হলো; ১। শাহাবুদ্দিন (৩৫), পিতা-মৃত আবু শামা, সাং-উত্তর সুরমা, ২। মোসা মিয়া (৩৮), পিতা-মৃত শিরু মিয়া, সাং-গোয়ালনগর, উভয় থানা- মাধবপুর, জেলা-হবিগঞ্জ।


গ্রেফতারকৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা মাদক ব্যবসায়ী। শাহাবুদ্দিন (৩৫) ও মোসা মিয়া (৩৮) দ্বয় জব্দকৃত আলামত ৫৩ কেজি গাঁজা ও গাঁজার গুড়া বর্ণিত ঘটনাস্থলে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখেছিল। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিদ্বয় আরো স্বীকার করে যে, তারা পরস্পর যোগসাজসে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে মাধবপুর সীমান্তবর্তী এলাকা হতে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও গাঁজার গুড়া আনয়ন করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ