হিজলায় মাদক সহ পুলিশের হাতে আটক ২
আপডেট সময় :
২০২৫-০৮-২৩ ২৩:২১:২৮
হিজলায় মাদক সহ পুলিশের হাতে আটক ২
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় মাদক সহ ২ জনকে আটক করেছেন হিজলা থানাপুলিশ। সম্প্রতি সময়ে উপজেলা জুড়ে মাদকে সয়লাব হওয়ার কারণে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন হিজলা থানা পুলিশ।
এর ধারাবাহিকতায় হিজলা থানার এস আই নুরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১২ টার সময় উপজেলার মাউলতলা গ্রাম একটি চৌকস টিম নিয়ে মাদকসহ দুজনকে হাতেনাতে আটক করেন। আটককৃত ২ জন উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাঙ্গা গ্রামের আবুল মাতুব্বরের ছেলে সৌরভ মাতুব্বার (২৬) ও বাজিতৎ খাঁ গ্রামের আবদুর রহমান হাওলাদারের ছেলে নাইম হাওলাদার (২৯)।
হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নেই। আটককৃত ২ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স