ঢাকা , শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ , ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জ সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন ১০গাড়ি ভস্মীভূত


আপডেট সময় : ২০২৫-০৮-২১ ১৩:৩৫:৪২
হবিগঞ্জ সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন ১০গাড়ি ভস্মীভূত হবিগঞ্জ সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন ১০গাড়ি ভস্মীভূত
 
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: 
 
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন লেগেছে। এ সময় ৯টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি বাস পুড়ে গেছে। হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার (২১-আগস্ট) পৌনে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান হবিগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ।
 
 
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোরে সিএনজি রিফুয়েলিং স্টেশনে একটি বাসে গ্যাস রিফিল করার সময় আগুনের সূত্রপাত হয়। পরে বাসে আগুন লেগে পাশে থাকা ৯টি অটোরিকশা পুড়ে যায়।
খবর পেয়ে নবীগঞ্জ, বাহুবল ও ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গ্যাস পাম্পের মূল মজুদে আগুন না লাগায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, ভয়াবহতা থেকে রক্ষা পেয়েছে পাম্পটিও।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ