ঢাকা , শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ , ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীর মহদীপুর হতে বারাইপাড়ার রাস্তাটি চলাচলে অনুপযোগী


আপডেট সময় : ২০২৫-০৮-২০ ২০:২৯:২৬
ফুলবাড়ীর মহদীপুর হতে বারাইপাড়ার রাস্তাটি চলাচলে অনুপযোগী ফুলবাড়ীর মহদীপুর হতে বারাইপাড়ার রাস্তাটি চলাচলে অনুপযোগী

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
সারা দেশে গ্রামীন অবকাঠামো রাস্তা ঘাটের উন্নয়ন হলেও ফুলবাড়ী উপজেলার মহদীপুর হতে বারাপাড়ার রাস্তাটি স্বাধীনতার ৫৪ বছরের উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রায় ১ কিলো মিটার কাঁচা রাস্তা দিয়ে দুটি গ্রামে প্রায় কয়েক হাজার লোকজনকে চলাচল করতে হয়। বর্ষা মৌসুম এলে এ রাস্তা এতই কাদা জমা হয় যে রাস্তা পারাপার প্রায় অসম্ভব হয়ে পড়ে। স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাট বাজারে যাতায়াতের জন্য একমাত্র রাস্তা এটি। এই রাস্তা টি নির্মান কল্পে কেউ কোন পদক্ষেপ নেয় নি।


এ বিষয়ে খয়েরবাড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ শামীম এর সাথে কথা বললে তিনি জানান, কয়েক যুগ ধরে রাস্তাটি সংস্কার না করায় এলাকার মানুষ এই বর্ষা মৌসুমে রাস্তাদিয়ে চলাচল করতে পারছেনা।  বিষয়টি আগামী সমন্বয় মিটিং উপস্থাপন করা হবে।


ইউপি সদস্য সাজেদুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, এলাকার মানুষ আমাকে ভোটে নির্বাচিত করেছে। কিন্তু রাস্তাটি নির্মানে আমি তাদের জন্য কিছুই করতে পারিনি। বহুবার ইউপি চেয়ারম্যানকে অবগত করার পরেও তিনি এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেন নি। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে অবগত করেছি। রাস্তাটি নির্মান করলে এলাকার মানুষ উপকৃত হবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ