ঢাকা , শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ , ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় ইভটিজিংয়ে বাধা দেওয়ায় ২ যুবককে পিটিয়া আহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৮-২০ ২০:২৬:৩৮
ব্রাহ্মণপাড়ায় ইভটিজিংয়ে বাধা দেওয়ায় ২ যুবককে পিটিয়া আহত ব্রাহ্মণপাড়ায় ইভটিজিংয়ে বাধা দেওয়ায় ২ যুবককে পিটিয়া আহত

মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইভটিজিংয়ে বাধা দেওয়ায় মাসুদ ও ইসরাফিল নামে ২ যুবককে পিটিয়া আহত করেছে কিছু বখাটে যুবক। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে তাদেরকে হুড়ারপাড় এলাকায় পেয়ে ৮/১০ জন বখাটে যুবক তাদেরকে এলোপাতারি পিটিয়ে আহত করে।


এলাকাবাসী ও আহতরা জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী বলাখাল গ্রামে কোন উচ্চ বিদ্যালয় না থাকায় ওই এলাকার ছেলেমেয়েরা চান্দলা করিম বক্স হাইস্কুলে লেখাপড়া করার জন্য আসা যাওয়া করতে হয়।সে সুবাদে চান্দলা যাওয়ার পথে হুড়ারপাড় গ্রামের কিছু বখাটে যুবক প্রতিদিন স্কুল গামী মেয়েদের উদ্যোক্ত করে এবং অশালীন অঙ্গভঙ্গি করে। এ নিয়ে বলাখালের সাধারণ মানুষ হুড়ারপাড় গ্রামের সাহেব সর্দারদের নিকট বখাটে যুবকদের বিরুদ্ধে বিচার দেন।তখন হুড়ারপাড়ের বখাটে যুবকেরা ক্ষিপ্ত হয়ে একাধিকবার বলাখাল গ্রামের ছেলেদের উপর আক্রমণ চালায় এবং আহত করে। ২০ আগস্ট দুপুরে বলাখাল গ্রামের মাসুদ ও ইসরাফিল নামে দুই যুবক চান্দলা বাজার থেকে বলাখাল যাওয়ার পথে হুড়ারপাড় মসজিদে সামনে আসলে ৮/১০ জন বখাটে যুবক তাদের গতি রোধ করে অটো রিকশা থেকে নামিয়ে এলোপাতারি পিটিয়ে আহত করে। আহতরা হলেন বলাখাল গ্রামের আক্কাস মিয়ার ছেলে মোঃ মাসুদ (১৮) ও একই এলাকার ইউনুস মিয়ার ছেলে ইসরাফিল (১৭)। পরে আহতদেরকে এলাকাবাসী উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।


হামলাকারীরা হলেন, হুড়ারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে সাগর তার ভাই হৃদয় ও সুমন, হোসেন মিয়ার ছেলে ইব্রাহিম, লিমন মিয়ার ছেলে সাইফুল, সাদেক মিয়ার ছেলে সাদ্দাপ, এবং নাছির ও কামরুলসহ ৫/৭ জন। এ ব্যাপারে আহত মাসুদের বাবা আক্কাস মিয়া বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় বখাটে যুবকদের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ