ঢাকা , রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ , ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বদরগঞ্জে রাতের আঁধারে ধানের চারা উপড়ে ফেললেন প্রতিপক্ষরা,থানায় অভিযোগ।


আপডেট সময় : ২০২৫-০৮-২০ ১৮:২৬:৫৫
বদরগঞ্জে রাতের আঁধারে ধানের চারা উপড়ে ফেললেন প্রতিপক্ষরা,থানায় অভিযোগ। বদরগঞ্জে রাতের আঁধারে ধানের চারা উপড়ে ফেললেন প্রতিপক্ষরা,থানায় অভিযোগ।
 
 
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
মাত্র কয়েকদিন আগে ধার দেনা করে ২বিঘা জমির জন্য ধানের চারা কিনেছিল আব্দুল বাতেন। সেই চারাগুলো বাব দাদার পৈতৃক জমিতে রোপন করেছিল ভুক্তভোগী বাতেনসহ তার তিন শরীক। এরপর রোপনকৃত ধানের চারাগুলো জমিতে একহাতের মত লম্বা হয়েছিল। কিন্তু সোমবার দিবাগত রাতে প্রতিপক্ষরা জমিতে যেয়ে সব ধানের চারা উপড়ে ফেললেন। কান্নাজড়িত কন্ঠে মঙ্গলবার সকালে নিজ জমিতে সাংবাদিক কাছে এ কথা বললেন আব্দুল বাতেন ও তার শরীকেরা।
 
গত সোমবার ১৮ আগস্ট দিবাগত রাতে কোন এক সময়ে কালুপাড়া ইউনিয়নের শংকরপুর কবিরপাড়া এলাকায়। এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আ.বাতেন বদরগঞ্জ থানায় ৩ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
 
অভিযোগ সূত্রে জানা গেছে, আ. বাতেনের ১ একর ১৯ শতক জমিতে রোপনকৃত ধানের চারা রাতের আধারে কালামেরতল এলাকার মারুফুল ইসলাম, শংকরপুর গনির পাড়া এলাকার মনোহর আলী, আজিজুল হক, অহিদুল হক মিলে তফসিলভুক্ত জমির রোপন করা ধানের চারা গুলো নষ্ট করে জমি দখলে চেষ্টা করে। এতে করে ওই ভুক্তভোগী কৃষকের ১ লক্ষ ১০ হাজার টাকা ক্ষতি হয় বলে অভিযোগে উল্লেখ করেন।
 
জমির আরেক শরীক আসাদুজ্জামান নামে এক যুবক বলেন, অনেক কষ্ট করে অনেক টাকা ধার দেনা করে খরচ করে জমিতে ধানের চারা রোপন করলাম। এরপর জমি পরিচর্যা করার জন্য সার দিলাম। তারা রাতের আঁধারে আমাদের সব স্বপ্ন ধুলিসাৎ করে দিল।
 
নুরনাহার নামে আরেক জমির শরীক বলেন, এ জঘন্য কাজ যারা করেছেন তাদের উপযুক্ত বিচার চাই এবং আমাদের যা ক্ষতি হয়েছে তার সব চাই। 
 
অভিযোগ বিষয়ে  মারিফুল ইসলাম বলেন, ঐ ১ একর ১৯ শতক জমি আমি চারবার আদালতে থেকে রায় পেয়েছি। তারপরও তারা জোরপূর্বক জমি দখল করে খাচ্ছে। আমি আইনের কাছে ন্যায্য বিচার চাই। 
 
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আতিকুর রহমান জানান, এ ঘটনায় দু'পক্ষের অভিযোগ পেয়েছেি।তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ