ঢাকা , রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ , ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের স্মরনে ফ্রী মেডিক্যাল ক্যাম্প

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৫-০৮-২০ ১৭:৫৪:২৬
জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের স্মরনে ফ্রী মেডিক্যাল ক্যাম্প জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের স্মরনে ফ্রী মেডিক্যাল ক্যাম্প


নাদিম হায়দার, বিশেষ প্রতিনিধি:
 
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের স্মরনে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় হেলথ্ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে এই মেডিকেল ক্যাম্প শুরু হয়ে দিন ব্যাপি এ কার্যক্রম পরিচালিত হয়। 

 
প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক মো. মোক্তার হোসেনের সঞ্চালনায় ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও দি একমি ল্যাবরেটরিজ এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা।


এসময় উক্ত অনুষ্ঠান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামসেদ ফরিদীর উদ্বোধন করার কথা থাকলেও তিনি ব্যাক্তিগত কারণে উপস্থিত হতে পারেননি। তার পক্ষে প্রতিনিধি হিসেবে ডাঃ রুবেল হোসেন অনুষ্ঠানটি উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইব্রাহীম সহকারী পুলিশ সুপার, সিরাজদিখান সার্কেল, মুন্সীগঞ্জ। আবু বকর সিদ্দিক ভারপ্রাপ্ত কর্মকর্তা, সিরাজদিখান থানা, মুন্সীগঞ্জ।


প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতীবিদ। জনাব মোঃ মোতাহার হোসেন সাধারণ সম্পাদক, সিরাজদিখান বাজার বণিক সমিতি, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দোলন, বিশেষ আলোচক জনাব মুহম্মদ জাহাঙ্গীর খান সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, বাংলাদেশ শিক্ষা সিমিতি ফেডারেশন, বিএনপি নেতা শাহ আমল, জেলা যুবদলের সদস্য মোঃ আমজাদ হোসেন, মহিলা দল নেত্রী শিলা কামাল প্রমুখ এসময় প্রধান অতিথি মিজানুর রহমান সিনহা ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালনার জন্য হেলথ কেয়ার হাসপাতালের প্রশংসা করেন এবং তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। 
 




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ