মাদারীপুরে কালকিনিতে ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ
মাদারীপুরে কালকিনিতে ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :
মাদারীপুরের কালকিনিতে ৪০টি স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন এবং তাদের খেলাধুলায় আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করেন। তিনি বলেন, খেলাধুলা শরীর ও মনকে ভালো রাখতে সাহায্য করে এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানুসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উপস্থিত শিক্ষক বৃন্দ বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করবে এবং তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাবে বলে আশা করা যায়।এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান, কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামা প্রসাদ পাল সহ অন্যন্যা শিক্ষক ও প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স