ঢাকা , রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ , ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বুড়িচংয়ে “গ্লোবাল ডিস্ট্রিবিউশন, রিজার্ভেশন ও টিকেটিং” বিষয়ক সার্টিফাইড কোর্সের উদ্বোধন। ​


আপডেট সময় : ২০২৫-০৮-১৭ ০০:৪০:৪৯
বুড়িচংয়ে “গ্লোবাল ডিস্ট্রিবিউশন, রিজার্ভেশন ও টিকেটিং” বিষয়ক সার্টিফাইড কোর্সের উদ্বোধন। ​ বুড়িচংয়ে “গ্লোবাল ডিস্ট্রিবিউশন, রিজার্ভেশন ও টিকেটিং” বিষয়ক সার্টিফাইড কোর্সের উদ্বোধন। ​

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।

কুমিল্লার বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের উদ্যোগে শুক্রবার বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির একাডেমিক সহযোগিতায় “গ্লোবাল ডিস্ট্রিবিউশন, রিজার্ভেশন ও টিকেটিং” বিষয়ক দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কাের্সের উদ্বোধন অনুষ্ঠিত  হয়েছে। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  আইসিটি বিভাগের সচিব  শীষ হায়দার চৌধুরী।

সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ মোঃ দেলেয়ার হোসেন খান এবং পরিচালনা করেন কলেজের সভাপতি ও যুগ্মসচিব আইসিটি বিভাগ মোঃ সাইফুল হাসান রিপন। স্বাগত বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান নাসিম। 

বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ নজরুল ইসলাম, পিএসসি’র সচিব ড. সানোয়ার জাহান ভূঁইয়া এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও জনাব আবু তাহের মুহাম্মদ জাবের (গ্রেড-১)।

বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, যুগ্ম সচিব শিক্ষা মন্ত্রণালয়ের বদরুল হাসান লিটন, কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা আলী রাজী মাহমুদ মিঠুন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন, কুমিল্লা দঃ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সাবেক পিপি এড. তাইফুর আলম, দঃ জেলার বিএনপির সদস্য ও বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটি এম মিজানুর রহমান চেয়ারম্যান, ছাত্র শিবিরের  সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এড. ডক্টর মোবারক হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ কবির হোসেন, উপজেলা বিএনপির  যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন, যুগ্ম আহবায়ক আবু ইউসুফ তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাবেক সভাপতি মোসহেল উদ্দিন,

প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাদিয়া ইসলাম (২০২৩-২৪)।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ