ঢাকা , শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ , ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে প্রবীণ বিএনপির নেতা সাবেক জেলা পরিষদ সদস্য বাবু উফোছা মার্মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ৩০০ নং আসনের সংসদীয় প্রার্থী এড. আবুল কালামp


আপডেট সময় : ২০২৫-০৮-১৬ ০০:১৫:৫৫
নাইক্ষ্যংছড়িতে প্রবীণ বিএনপির নেতা সাবেক জেলা পরিষদ সদস্য বাবু উফোছা মার্মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ৩০০ নং আসনের সংসদীয় প্রার্থী এড. আবুল কালামp নাইক্ষ্যংছড়িতে প্রবীণ বিএনপির নেতা সাবেক জেলা পরিষদ সদস্য বাবু উফোছা মার্মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ৩০০ নং আসনের সংসদীয় প্রার্থী এড. আবুল কালাম
 
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবানে নাইক্ষ্যংছড়ির প্রবীণ রাজনীতিবীদ উফোছা মার্মার মৃত্যুতে দেখতে ছুটে আসেন বান্দরবান জেলাপরিষদ সদস্য এড আবুল কালাম।
 
পারিবার সূত্রে জানাজায়, বেশ কিছুদিন যাবৎ তিনি ডাযাবেটিস, সহ নানা বোগে ভোগছিলেন বর্বশেষ গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা রত অবস্তা মৃত্যূবরন করেন উফোসা মার্মা,তার মৃত্যুতে এলাকার শোকের চাযা নেমে আসে, সংবাদ পেযে শুক্রবার (১৫ ই আগস্ট) সন্ধ্যায় 
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রবীণ রাজনীতি বীদ বিএনপি'র জেলা কমিটর সদস্য ও সাবেক জেলা পরিষদ সদস্য বাবু উফোছা মার্মা কে দেখতে আসেন জেলা জামায়াতের নায়েবে আমীর, জেলা পরিষদের সদস্য ও আগামী বান্দরবান ৩০০ নং আসনের সংসদীয় প্রার্থী এড.মুহাম্মদ আবুল কালাম। 
 
এসময তিনি শোকাহত পরিবারের সাথে কথা বলেন, পরিবার ও স্বজনের প্রতি গভীর শোক সমবেদনা জানান।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ