মুহা. জাহিদ হাসান চৌধুরী, ফেনী প্রতিনিধি।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগে নির্ধারিত সহযোগী সদস্য প্রার্থীদের নিয়ে ১৪ ও ১৫ আগস্ট-২০২৫, বৃহস্পতি ও শুক্রবার কর্মশালার আয়োজন করা হয়।
দুইদিনব্যাপী কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হুসাইন।
জেলা সভাপতি আবদুল আউয়াল রাকিব এর সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুল্লাহ আল নাঈমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাইনুদ্দীন চৌধুরী, ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার সাবেক সভাপতি ও খেলাফত মজলিস ফেনী জেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আজীজ উল্লাহ আহমাদী, ছাত্র মজলিস ফেনী জেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ সা'দ উদ্দিন, মুহাম্মদ আবুল বাশার, মুহাম্মাদ মোশাররফ হোসাইন প্রমুখ।
দুইদিনব্যাপী কর্মশালায় নির্ধারিত বিষয়ে আলোচনা পেশ করেন ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা শাখার সাবেক সভাপতি ও খেলাফত মজলিস নোয়াখালী জোন সহকারী মাওলানা মুহাম্মাদ আলী মিল্লাত, খেলাফত মজলিস ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমাদ জাফরী, ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা শাখার সাবেক সভাপতি ও খেলাফত মজলিস ফেনী জেলার সহসভাপতি অধ্যক্ষ মাওলানা মাঈনুদ্দীন চৌধুরী, ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার সাবেক সভাপতি ও খেলাফত মজলিস ফেনী জেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আজিজ উল্লাহ আহমাদী, ফেনী জেলা শাখার সাবেক সভাপতি ও খেলাফত মজলিস ফেনী জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ সাইফুল্লাহ ভুঁইয়া, শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহীম প্রমুখ।