রাজশাহী মহানগরীতে ছিনতাইকারী আকাশ গ্রেফতার
আপডেট সময় :
২০২৫-০৮-১৫ ২১:৪৯:১৫
রাজশাহী মহানগরীতে ছিনতাইকারী আকাশ গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে মোঃ আকাশ (২৫), নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিনগত রাত পৌনে ৩টায় মহানগরীর শাহমখদুম থানার পশ্চিম নওদাপাড়ার সিটির হাট মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ছিনতাইকারী মোঃ আকাশ (২৫), সে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হোসনীগঞ্জ এলাকার মোঃ সেলিমের ছেলে। শুক্রবার সন্ধ্যা ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গত (২৩ মে) একব্যক্তি অফিস হতে বাড়ি ফিরছিলেন। তিনি শাহমখদুম থানার বড় বনগ্রাম বাইপাস রোডের ফাঁকা স্থানে পৌঁছালে ৩জন ব্যক্তি তার পথ রোধ করে থামায়। ওই সময় তাকে মারধর করে একটি স্কুটি, মোবাইল ফোন এবং কাছে থাকা নগদ ২শ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
এ ব্যপারে ভুক্তভোগী মহানগরীর শাহমখদুম থানায় ছিনতাই মামলা দায়ের করেন। ওই মামলায় বৃহস্পতিবার গভীর রাতে পশ্চিম নওদাপাড়ার সিটির হাট মোড়ে ছিনতাইকারী আকাশকে গ্রেফতার করেন শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি), মাছুমা মুস্তারীর নেতৃত্বে এসআই মুক্তারুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
ছিনতাইকৃত মালামাল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামি আকাশের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানা ও রাজপাড়া থানায় ৫টি মামলা রয়েছে। শুক্রবার সকালে গ্রেফতার আকাশকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স