ঢাকা , শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ , ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা বাহিনীর উপর গুলি করে পালিয়ে যাওয়া সেই দুর্র্ধধসঢ়ষ সন্ত্রাসী আল-আমিন দুই সহযোগীসহ র‍্যাবের হাতে গ্রেফতার : বিদেশী পিস্তল, গুলি উর্দ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৮-১৫ ১৬:৪৯:৩০
আইনশৃঙ্খলা বাহিনীর উপর গুলি করে পালিয়ে যাওয়া সেই দুর্র্ধধসঢ়ষ সন্ত্রাসী আল-আমিন দুই সহযোগীসহ র‍্যাবের হাতে গ্রেফতার : বিদেশী পিস্তল, গুলি উর্দ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর উপর গুলি করে পালিয়ে যাওয়া সেই দুর্র্ধধসঢ়ষ সন্ত্রাসী আল-আমিন দুই সহযোগীসহ র‍্যাবের হাতে গ্রেফতার : বিদেশী পিস্তল, গুলি উর্দ্ধার
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আমার অহংকার- এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায়, ১৪ আগস্ট ২০২৫ তারিখ রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পাড়াগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন ও ০১ রাউন্ড গুলিসহ অবৈধ অস্ত্রধারী ০৩ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো - (১) রাজিব হোসেন (৩৮), (২) মোঃ আল আমিন (৩৮) এবং (৩) মোঃ জুয়েল মিয়া (৪৫)।

র‌্যাব-৪ সিপিসি-২, সাভার এবং এজাহার সূত্রে জানা যায়, ১৪ আগস্ট ২০২৫ রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪, সিপিসি-২, সাভার এর একটি চৌকষ আভিযানিক অভিযান পরিচালনা করে ঢাকা জেলার সাভার থানাধীন বালিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মোঃ আল আমিন এবং দেওয়নবাড়ী এলাকা হতে মোঃ জুয়েল মিয়া (৪৫) কে গ্রেফতার করে।

তাদের উভয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়া থানাধীন পাড়াগ্রাম এলাকায় অভিযান পরিচালরা করে আসামী রাজিব হোসেন (৩৮)’কে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। ইতোপূর্বে আল-আমিনকে গ্রেফতারে একাধিক বার অভিযান পরিচালনা করা হলেও সে আইনশৃঙ্খলা বাহিনীর উপর গুলি করে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামিরা আন্ত:জেলা সন্ত্রাসী কার্যকলাপ ও ডাকাতির সাথে জড়িত। তাহারা আন্ত:জেলায় বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, দেশী ও বিদেশী অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই, চাঁদাবাজি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে ডাকাতি, বিভিন্ন এলাকায় বাড়ি ঘর চিহ্নিত করে ডাকাতি, বিভিন্ন মহাসড়ক, আঞ্চলিক মহাসড়কে বাস, ট্রাক, গার্মেন্টস পন্যবাহী কাভার্ডব্যানে ডাকাতি করে থাকে। 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক সহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে। অদূর ভবিষ্যতে এরূপ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীর বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ