মোঃ আসাদুল ইসলাম (আসাদ) দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (পিবিজিএসআই), এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে বিরামপুর উপজেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বেলা ২ টায় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবীর।
বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন আল আজাদ, এসইডিপি- পিবিজিএসআই স্কিম পরিচালক প্রফেসর তোফাজ্জেল হোসেন ও উপ-পরিচালক প্রফেসর শাহানাজ পারভীন কাজল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমশের আলী মণ্ডল প্রমূখ।