কালকিনিতে ধর্ষন, মানবপাচার ও বিস্ফোরক মামলাসহ ১০টি মামলার আসামী গ্রেফতার
কালকিনিতে ধর্ষন, মানবপাচার ও বিস্ফোরক মামলাসহ ১০টি মামলার আসামী গ্রেফতার
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক।
অবৈধ পথে ইউরোপ ও আমেরিকায়সহ বিভিন্ন দেশে মানবপাচার চক্রের মূলহোতা ও ধর্ষনসহ ১০টি মামলার আসামী মোঃ সবুজ মৃধা (৩২) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সবুজ মৃধা কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের সেলিম মৃধার ছেলে। সবুজ মৃধাকে পলাতক অবস্থায় ঢাকার মিরপুর এলাকা থেকে র্যাব-৪ এর সহযোগীতায় কালকিনি থানা পুলিশ গ্রেফতার করেন। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা।
মামলা ও পুলিশ সুত্রে জানা গেছে, মানব পাচারকারী চক্রের মূলহোতা ও ধর্ষন, মানবপাচার, বিস্ফোরকসহ ১০টি মামলার আসামী মোঃ সবুজ মৃধাসহ বেশ কয়েকজন মিলে লিভিয়া ও মালয়েশিয়া দিয়ে ইতালী, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে দেশের বিভিন্ন এলাকার অসহায় পরিবারের কাছ থেকে নগদ কোটি-কোটি টাকা হাতিয়ে নিয়ে যায় ওই চক্রের সদস্যরা।
এবং ওই চক্রের মূলহোতা মোঃ সবুজ মৃধা উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের এক নারীকে মালয়েশিয়া নিয়ে পতিতালয়ে বিক্রি করে দেন। পরে ওই নারী তার পরিবারের সহযোগীতায় দেশে ফিরে এসে মোঃ সবুজ মৃধাসহ বেশ কয়েকজনকে আসামী করে মাদারীপুর আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলার ঘটনায় র্যাব-৪ এর সহযোগীতায় কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে পলাতক অবস্থায় সবুজকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা বলেন, আটককৃত সবুজ মৃধার বিরুদ্ধে মানবপাচার, ধর্ষন, বিস্ফোরক, সি.আর ও অন্যান্য মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। আমরা বাকি আসামীদেরকেও গ্রেফতারের জোর চেষ্টা চালাচ্ছি।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স