কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলা সদর ইউনিয়নের কচুয়াকাটি গ্রামের নিবাসী বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার (৭৬) বুধবার ১৩ আগস্ট বিকেলে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
(ইন্নালিল্লাহি রাজিউন) মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দেওয়া হয়। এ সময় রাষ্ট্রের পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ। পরে জানাজা শেষে উপজেলা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।