কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক নদী ভাঙ্গন, অগ্নিকাণ্ড ও বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন ও চেক বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ মাসুম মিয়া, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫৯টি অসহায় ও দুস্থ প্রত্যেক পরিবারের গৃহ নির্মাণ বাবদ ৩ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৭৭ হাজার টাকার চেক দেওয়া হয় ও ৮৪ বান ঢেউটিন বিতরণ করা হয়।