ঢাকা , বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ , ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কালকিনিতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি খোকন বেপারী আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৮-১৩ ২১:১৮:৪০
কালকিনিতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি খোকন বেপারী আটক কালকিনিতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি খোকন বেপারী আটক

আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের কালকিনিতে জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারীকে আটক করেছে কালকিনি থানা পুলিশ।

 বুধবার (১৩ আগস্ট) বিকেলে কালকিনি পৌরসভার ২ নং ওয়ার্ডের ঠেঙ্গামারা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এরপর থেকে আটককৃত আওয়ামী লীগ নেতা খায়রুল আলম খোকন বেপারীকে কিছুদিন আত্মগোপনে থাকলেও পরে নিজ বাড়িতে অবস্থান করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে তার নিজ বাড়ি থেকে আটক করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. খায়রুল আলম খোকন বেপারীকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। তবে কালকিনি থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ