আাগমী নির্বাচনে সিলেটের প্রতিটি আসনে বিএনপিকে বিজয়ী করতে হবে : মিফতাহ্ সিদ্দিকী
আাগমী নির্বাচনে সিলেটের প্রতিটি আসনে বিএনপিকে বিজয়ী করতে হবে : মিফতাহ্ সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে সিলেটের প্রতিটি আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে।
সিলেটের মানুষ সবসময় গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে। আমরা যদি দলমত নির্বিশেষে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হই, তবে সিলেটে বিএনপির বিজয় নিশ্চিত হবে। জনগণ পরিবর্তন চায়, আর এই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি। আমরা বিশ্বাস করি, জনগণ এবার ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। সিলেট হবে পরিবর্তনের অগ্রদূত।
রোববার বাদ আছর সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির স্বপক্ষে জনমত তৈরির লক্ষ্যে গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এখন সময় মাঠে নামার। ঘরে ঘরে গিয়ে আওয়ামীগ রেজিমের ব্যর্থতা, দুর্নীতি ও দমননীতি তুলে ধরতে হবে। একইসাথে বিএনপির উন্নয়নমুখী পরিকল্পনা ও জনগণের জন্য প্রতিশ্রুতি জানাতে হবে। জনগণই হচ্ছে শক্তির উৎস, তাই তাদের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে হবে।
মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. নুর মোহাম্মদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মধ্যে জাফলং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী সিরাজ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনি সম্পাদক হুসেন আহমদ, মাসুক আহমেদ, মোঃ নান্নু বকশি, সাব্বির বকশি সানি, সাইদুর রহমান, নুরুল ইসলাম মুসা, জালাল উদ্দীন, ধনাই মিয়া, মওলানা সমির উদ্দিন, মাসুক আহমদ, ফরহাদ আহমদ, নান্নু মিয়া, মুস্তফা কামাল, জয়নাল হাজারি, কামরুল হাসান, আরিফুল হক, জসীম আহমদ মন্নান, আলাল আহমদ, সেলিম আহমদ, রুবেল আহমদ, রফিক আহমদ প্রমূখ।
এর আগে, তিনি রাধানগরে পৌঁছেই আছর আছরের নামাজ শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারত করেন। এবং কবর জিয়ারত শেষে ৩১ দফার পক্ষে গণসংযোগ শুরু করেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স