জুলাই গণঅভ্যুত্থানের উদ্দেশ্য ব্যর্থ হতে দেওয়া যাবে না - ইআবি ভাইস চ্যান্সেলর
আপডেট সময় :
২০২৫-০৮-১০ ২২:০৭:১৬
জুলাই গণঅভ্যুত্থানের উদ্দেশ্য ব্যর্থ হতে দেওয়া যাবে না - ইআবি ভাইস চ্যান্সেলর
মোঃ আরিফুল ইসলাম, ঢাকা আলিয়া প্রতিনিধি।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়, যা স্বাধীনতা পুনরুদ্ধার, ন্যায় ও গণতন্ত্রের জন্য জনগণের ত্যাগ ও সংগ্রামের প্রতীক। এই অভ্যুত্থানের উদ্দেশ্য ব্যর্থ হতে দেওয়া যাবে না।
আজ রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক কবি ও সাহিত্যিক অধ্যাপক আবদুল হাই শিকদার বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদের রক্তের সাথে কোনো প্রকার গাদ্দারি মেনে নেওয়া হবে না। এ রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে বাংলাদেশে কেউ টিকে থাকতে পারবে না।
তিনি বলেন, যে শিক্ষার্থীরা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছে, তাদের স্বপ্ন ও চিন্তাকে গুরুত্ব দিতে হবে। তরুণদের হাত ধরেই ইতিহাসে সব বড় বিপ্লব সংগঠিত হয়েছে। তবে কোনো ধরনের ‘মব জাস্টিস’ জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।
জুলাই ঘোষণাপত্র এর প্রশংসা করে অধ্যাপক শিকদার বলেন, এই ঘোষণাপত্র পাঠের দিনটি ছিল জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, যখন সব রাজনৈতিক মতের মানুষ এক মঞ্চে এসে দাঁড়িয়েছিল। ওই দিন থেকেই গণতন্ত্র প্রতিষ্ঠার ঐক্য শুরু হয়েছিল।
সাংস্কৃতিক আগ্রাসনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলা সংস্কৃতি আজ ভারতীয় শব্দ ও অনুপ্রবেশের চাপে ক্ষতিগ্রস্ত। আমাদের নিজস্ব সংস্কৃতি টিকিয়ে রাখতে হলে এই আগ্রাসনের বিরুদ্ধে সাংস্কৃতিকভাবে জয়ী হতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এবং সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেন।
সভায় আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ. এস. এম মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, তামীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল মিনহাজ এবং জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের সহকারী পরিচালক আবু সালেহ মুহাম্মদ মুসা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. রফিক আল মামুন, উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ সকল আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স