ঢাকা , সোমবার, ১১ অগাস্ট ২০২৫ , ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে ভারতীয় ফেনসিডিল-সহ মাদক কারবারী মতি গ্রেফতার


আপডেট সময় : ২০২৫-০৮-১০ ২১:৪০:৫২
রাজশাহী মহানগরীতে ভারতীয় ফেনসিডিল-সহ মাদক কারবারী মতি গ্রেফতার রাজশাহী মহানগরীতে ভারতীয় ফেনসিডিল-সহ মাদক কারবারী মতি গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ভারতীয় ফেনসিডিল-সহ মোঃ মতিউর রহমান ওরফে মতি (৫০), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৯ আগস্ট), রাত সোয়া ১১টায় মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেফতার মাদক কারবারী মোঃ মতিউর রহমান ওরফে মতি, তিনি মহানগরীর মতিহার থানার খোঁজাপুর এলাকার মোঃ হোসেন আলীর ছেলে। রবিবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, শনিবার রাতে রাজপাড়া থানার বহরমপুর এলাকায় খদ্দেরের কাছে ফেনসিডিল বিক্রি করার সময় মহানগর ডিবি পুলিশ ২০ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ মতিউরকে হাতেনাতে গ্রেফতার করেছে।

এ ব্যপারে তার বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়। রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ