ঢাকা , রবিবার, ১০ অগাস্ট ২০২৫ , ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্য সহ মাদক ব‍্যবসায়ী আটক


আপডেট সময় : ২০২৫-০৮-১০ ২১:০৫:০৪
বিরামপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্য সহ মাদক ব‍্যবসায়ী আটক বিরামপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্য সহ মাদক ব‍্যবসায়ী আটক
 
মোঃ আসাদুল ইসলাম (আসাদ) দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে মাদকদ্রব্য সহ একজন মাদক ব‍্যবসায়ীকে আটক করা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের ৭ হর্স ইউনিটের মধ্যপাড়া আর্মি ক‍্যাম্পের একটি নিয়মিত টহল দলের কমান্ডার ক‍্যাপ্টেন কাজী নাঈম স্থানীয় সূত্রে মাদকদ্রব্য সহ একজন মাদক ব‍্যাবসায়ীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হন।

এরপর শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় ক‍্যাপ্টেন কাজী নাঈমের নেতৃত্বে সেনাবাহিনীর টহল দল বিরামপুর পৌর শহরের ইসলামপাড়ায় অভিযান চালিয়ে ৫৯ পিস ইয়াবা, ১৭ পিস ট‍্যাপেন্টাডল (ইয়াবার বিকল্প), ২৫০ মিঃ লিঃ ভারতীয় মদ, ১.৫০ গ্রাম হেরোইন, নগদ ৫ হাজার টাকা এবং মাদক সেবনের উপকরণ সহ এলাকার চিহ্নিত মাদক ব‍্যবসায়ী মোঃ সেলিম মিয়াকে গ্রেফতার করে। পরবর্তীতে সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ টাকা সহ আটক মাদক ব‍্যবসায়ীকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। জননিরাপত্তা নিশ্চিতে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নিয়মিত অভিযান অব‍্যহত থাকবে বলে মধ্যপাড়া আর্মি ক‍্যাম্পের পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের জানানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের হয়েছে এবং আটক আসামিকে রবিবার (১০ আগস্ট) দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ