ঢাকা , রবিবার, ১০ অগাস্ট ২০২৫ , ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পিআইও মনিরুজ্জামানের রাজকীয় জীবনযাপন আলিশান বাড়ি, পাজেরো গাড়ি এত অর্থের উৎস কোথায়?

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৮-১০ ১৬:৪৮:৫৭
পিআইও মনিরুজ্জামানের রাজকীয় জীবনযাপন আলিশান বাড়ি, পাজেরো গাড়ি এত অর্থের উৎস কোথায়? পিআইও মনিরুজ্জামানের রাজকীয় জীবনযাপন আলিশান বাড়ি, পাজেরো গাড়ি এত অর্থের উৎস কোথায়?

নিজস্ব প্রতিবেদক 

রংপুরের মিঠাপুকুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় জনমতে জানা গেছে, উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে কোটি টাকার কাজ কাগজে-কলমে সম্পন্ন দেখিয়ে বাস্তবে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, অসম্পূর্ণ কাজ শেষ হয়েছে বলে দেখানো এবং বিল উত্তোলনের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, স্কুল-কলেজ ভবন সংস্কার, সড়ক মেরামত ও সেতু নির্মাণ প্রকল্পে নির্ধারিত মান বজায় রাখা হয়নি। অনেক ক্ষেত্রে কাজ শুরু হলেও অল্প সময়ের মধ্যে তা বন্ধ হয়ে গেছে, তবুও প্রকল্পের অর্থ পুরোটাই উত্তোলন হয়েছে। এসব অনিয়মে পিআইও-র যোগসাজশে ঠিকাদার ও প্রভাবশালী মহল সুবিধা নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।


স্থানীয় বাসিন্দারা জানান, একাধিক সড়কের কার্পেটিং কয়েক মাসের মধ্যেই উঠে গেছে, নতুন নির্মিত ড্রেন ও কালভার্টে ফাটল দেখা দিয়েছে। ফলে সরকারি বরাদ্দের অর্থ অপচয় হচ্ছে, কিন্তু জনসেবার উন্নতি হচ্ছে না।


এ বিষয়ে পিআইও মনিরুজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। তবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি তদন্ত করলে প্রকৃত চিত্র উঠে আসবে বলে মনে করছেন এলাকাবাসী।

জনগণের দাবি, এসব উন্নয়ন প্রকল্পের প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।

 
মনিরুজ্জামানের ঘুষ দুর্নীতি ও আরো সম্পদের তথ্য নিয়ে আসছে দ্বিতীয় পর্ব।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ