ঢাকা , রবিবার, ১০ অগাস্ট ২০২৫ , ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈল প্রেসক্লাবের গুষ্টিসহ উড়িয়ে দেবো, হুমকি দাতা কৃষকদল নেতা বহিষ্কার।


আপডেট সময় : ২০২৫-০৮-১০ ১৬:৩৮:৩৫
রাণীশংকৈল প্রেসক্লাবের গুষ্টিসহ উড়িয়ে দেবো, হুমকি দাতা কৃষকদল নেতা বহিষ্কার। রাণীশংকৈল প্রেসক্লাবের গুষ্টিসহ উড়িয়ে দেবো, হুমকি দাতা কৃষকদল নেতা বহিষ্কার।
 
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি। 
 
গত ৪ আগস্ট ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেয়ার হুমকি দাতা সেই কৃষকদল নেতা মাসুদ রানাকে বহিষ্কার করেছে, জেলা জাতীয়তাবাদী কৃষক দল। ক'দিন আগে তিনি এ ধরনের হুমকি ধামকি দেন এ নিয়ে সামাজিক যোগাযোগ ফেসবুক মাধ্যমসহ স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ করে। এবং ঘটনাটি নিয়ে উপজেলার সাংবাদিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। 
 
অবশেষে শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান উজ্জ্বল এর স্বাক্ষরিত এক দলীয় প্যাডে মাসুদ রানাকে রাণীশংকৈল উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার আদেশ দেওয়া হয়। বহিষ্কার পত্রে বলা হয়, অনৈতিক স্থলজনিত অপরাধের সুনিদিষ্ট অভিযোগে রাণীশংকৈল উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানাকে সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে। ঠকুরগাঁও জেলা কৃষকদল ইতিমধ্যে এ সিদ্বান্ত গ্রহণ করেছেন।

বহিস্কৃত নেতার অপকর্মের কোন দায়-দায়িত্ব দল নিবে না। মর্মে স্বাক্ষরিত চিঠিতে জানান। এবং কৃষকদলের সকল পর্যায়ের নেতাকর্মিদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। কৃষকদলের নেতা মাসুদ রানাকে বহিস্কার করায় জেলা কৃষক দলের প্রতি ধন্যবাদ জানিয়েছেন রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি- সম্পাদক- প্রেসক্লাব পুরাতনের সভাপতি-সম্পাদক, সিনিয়র সাংবাদিকবৃন্দসহ সকল স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যমকর্মীরা।
 
এনিয়ে রাণীশংকৈল প্রেসক্লাব সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন বলেন, কৃষক দলের ব্যানারে অবৈধ কর্মকান্ড করতো এই মাসুদ রানা। তাকে বহিষ্কার করে কৃষক দল কলঙ্ক মুক্ত হলো। এধরনের ব্যক্তি যাতে বিএনপির কোনো স্থানে ভবিষ্যৎ এ জায়গায় না পায় সেজন্য বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানা তিনি।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ