ঢাকা , রবিবার, ১০ অগাস্ট ২০২৫ , ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে খেলার মাঠে মার্কেট নির্মাণ।


আপডেট সময় : ২০২৫-০৮-১০ ১২:৪৯:২৯
রাজশাহীতে খেলার মাঠে মার্কেট নির্মাণ। রাজশাহীতে খেলার মাঠে মার্কেট নির্মাণ।
 
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি।
 
রাজশাহীতে খেলার মাঠে মার্কেট নির্মাণ করা হচ্ছে। রাজশাহীর কাটাখালী পৌরসভার কাপাশিয়া এলাকার একমাত্র খেলার মাঠে মার্কেট নির্মাণের উদ্যোগের প্রতিবাদে রাস্তায় নেমেছেন স্থানীয়রা।

কাপাশিয়ার সর্বস্তরের জনগণ- এর ব্যানারে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে কাপাশিয়া বাজারে মানববন্ধন করেন, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
 
মানববন্ধনে কাপাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজামাল বলেন, “কাপাশিয়া উচ্চ বিদ্যালয় ও মহানগর বিজনেস অ্যান্ড টেকনিক্যাল ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থীদের খেলাধুলার একমাত্র স্থান এ মাঠ। কিন্তু সেই মাঠ ধ্বংস করা হলে শিক্ষার পরিবেশ নষ্ট হবে এবং যুবসমাজ মাদকের দিকে ধাবিত হবে।”
 
মার্কেট নির্মাণের সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী হিসেবে উল্লেখ করে কৃষকদলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু বলেন, পৌরসভা কর্তৃপক্ষ এলাকাবাসীর আপত্তি উপেক্ষা করে একতলা মার্কেট নির্মাণ শুরু করেছিল। পরিকল্পনা অনুযায়ী পরবর্তীতে মার্কেট চারতলা পর্যন্ত সম্প্রসারণ ও কমিউনিটি সেন্টার যুক্ত করার কথা রয়েছে। পরে বাঁধার মুখে কাজ বন্ধ করতে বাধ্য হলেও মার্কেট নির্মাণের সিদ্ধান্ত থেকে এখনো সরে আসেনি।
 
তিনি মাঠ ধ্বংসের সিদ্ধান্ত থেকে সরে এসে বিকল্প সরকারি জমিতে মার্কেট নির্মাণের দাবি জানান।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, জেলা মহানগর বিজনেস অ্যান্ড টেকনিক্যাল ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মকছেদ আলী, কাপাশিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব ইসলামসহ অনেকে।
 
এ বিষয়ে পৌরসভার সচিব সিরাজুম মুনীর বলেন, “স্থানীয়দের বাধায় কাজ বন্ধ রয়েছে। এ নিয়ে পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
পৌরসভার প্রশাসক ও পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান বলেন, “মার্কেট নির্মাণ সরকারি কাজ, তবে কয়েকজনের বিরোধিতায় কাজ স্থগিত আছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ