ঢাকা , শনিবার, ০৯ অগাস্ট ২০২৫ , ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজদিখানে চাঁদা না পেয়ে হামলা ও সংঘর্ষের অভিযোগ


আপডেট সময় : ২০২৫-০৮-০৯ ১৯:০৭:০৪
সিরাজদিখানে চাঁদা না পেয়ে হামলা ও সংঘর্ষের অভিযোগ সিরাজদিখানে চাঁদা না পেয়ে হামলা ও সংঘর্ষের অভিযোগ

স্টাফ রিপোর্টার 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুবাহী বাল্কহেডে চাঁদা না পেয়ে অপু হাওলাদার নামে এক ব্যাবসায়ীর উপর হামলা ও গোলাগুলির অভিযোগ উঠেছে উপজেলার বাসাইল ইউনিয়নের ডাকাতিয়া পাড়া গ্রামের জাকির খানের বিরুদ্ধে। গত ৬ই আগস্ট সন্ধ্যায় উপজেলার বাসাইল ইউনিয়নের রাঙ্গামালিয়া মৌলভীর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অপু হাওলাদার কিছুদিন যাবৎ বালুর ব্যাবসা করছিলেন। এ সময় প্রতিপক্ষ জাকির খান একাধিকবার অপুর কাছে চাঁদা দাবি করে। অপু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৬ই আগস্ট সন্ধায় অপুর বালুবাহী একটি বাল্কহেড কাইয়ুম ও কাউসার খান আটকিয়ে দিলে অপু সেটা মিমাংশা করতে মৌলভীর মাঠের সামনে গেলে জাকির খান গং তার বাহিনী নিয়ে অপুকে হামলা করে।

অপুর সাথে থাকা তার ভাতিজা খাইরুল এগিয়ে গেলে সে আহত হয়। তখন জাকির খানের লোক অপুকে হত্যার উদ্যেশ্যে ৩ রাউন্ড গুলি বর্ষন করে। এমতাবস্থায় এলাকাবাসী এগিয়ে আসলে জাকির খানের পক্ষের একজন গুরুতর আহত সহ দুইজন আহত হয়। এসময় জাকির খান গুলি করতে করে পালিয়ে যায়।

উল্লখ্য, ১৯৯১ সালে জাকির খান ঢাকার মিরপুরের কমিশনার নিউটন হত্যা মামলার ফাঁসির আসামি ও ১৯৮৮ সালের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের রাঙ্গামালিয়া গ্রামের মৌলভীর মাঠ সংলগ্ন তৎকালীন সময়ের আলোচিত ত্রিপল মার্ডার মামলার আসামি বলে এলাকাবাসী থেকে জানাজায়।

এ বিষয়ে অপু হাওলাদার বলেন, আমি বালুর ব্যাবসা করি। কিছুদিন ধরে তারা আমার কাছে চাঁদা দাবি করে আসছিলো। সেদিন তারা আমার বালুবাহী একটি বাল্কহেড আটকিয়ে দিলে আমি সেদিন এটার মিমাংশা করতে যাই। সেখানে গেলেই জাকির খান ও অহিদুল শিকদার সহ তাদের সন্ত্রাসী বাহিনী আমার উপর অতর্কিত হামলা চালায় এবং গুলি করতে থাকে। পরে এলাকাবাসী এসে তাদের গনধোলাই দিয়ে আমাদের উদ্ধার করে।

এ বিষয়ে জাকির খান বলেন, এখানে আমার কোন বিষয় নেই। এলাকার জনগন ব্রীজ রক্ষায় বাল্কহেড আটকিয়েছিলো। আমি অসুস্থ্য, আমি সেখানে কিভাবে যাবো। আর এলাকাবাসী ব্রীজ রক্ষায় প্রশাসন কে জানিয়েছিলো কিনা সেটা তা আমি জানি না।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার(সিরাজদিখান সার্কেল) মো. ইব্রাহিম বলেন, দুই পক্ষ থেকেই মামলা করা হয়েছে। অপু হাওলাদার পক্ষের ১জন আসামী আটক আছে৷ ঘটনাস্থলে পুলিশ প্রাথমিক  তদন্ত করে গোলাগুলির কোন চিহ্ন পায়নি। আমরা এই ঘটনায় দুই পক্ষেরই মামলার তদন্ত করছি এবং উভয় পক্ষের আসামীদের গ্রেফতারের চেষ্টা করছি।


 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ