নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম প্রধান আসামী স্বাধীনকে মহানগরীর শিববাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতার এবং হত্যার রহস্য উদঘাটনে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষত সাম্প্রতিক সময়ে অনেকগুলো ক্লুলেস ও চাঞ্চল্যকর হত্যা ঘটনার দ্রুততম সময়ে নিষ্পত্তি করে র্যাবসাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
ঊল্লেখ্য যে, গত ০৭ আগস্ট ২০২৫ ইং তারিখ সন্ধ্যা অনুমান ১৮৪৫ ঘটিকার সময় জিএমপি, গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার চীফ রির্পোটার আসাদুজ্জামান তুহিন (৩৯) প্রতিদিনের ন্যায় তথ্য সংগ্রহ করতে যায়। মামলার এজাহার মতে, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৯) বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় তথ্য সংগ্রহ কালে দেখতে পায় যে, জনৈক বাদশা (৩৫)কে একজন মহিলা পরিকল্পিতভাবে বিরক্ত করিতে থাকে।
এক পর্যায় বাদশা বিরক্ত হয়ে উক্ত মহিলার প্রতি ক্ষীপ্ত হলে পূর্ব হতে ওৎপেতে থাকা স্বাধীনসহ অজ্ঞাতনামা খুনিরা জনৈক মোঃ বাদশা (৩৫)কে এলোপাথারীভাবে কোপাইতে থাকে। উক্ত ঘটনার ভিডিও চিত্র সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৯) মোবাইলে ধারন করাকালীন আসামী স্বাধীন (২৮) ও অপর অজ্ঞাতনামা আসামীরা একই তারিখ সন্ধ্যা অনুমান ১৮৫৫ ঘটিকার সময় জিএমপি, গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা সাকিনস্থ মসজিদ মার্কেটের উত্তর পাশে জনৈক রুহুল আমিন এর চায়ের দোকানের সামনে ভিকটিম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন(৩৯)কে ধারালো দেশীয় অস্ত্র-শস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
উক্ত ঘটনায় ভিকটিম এর ভাই মোঃ সেলিম (৫০) বাদী হয়ে জিএমপি, গাজীপুর বাসন থানায় একটি হত্যা মামলা এজাহার দায়ের করে। যাহা জিএমপি, গাজীপুর বাসন থানার মামলা নং-১৪, তারিখ-০৮/০৮/২০২৫খ্রি: ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়।
পরবর্তীতে এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য র্যাব-১ এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
গত ০৮ আগস্ট ২০২৫খ্রিঃ তারিখ আনুমানিক ২০৫০ ঘটিকার সময় র্যাব-১ এর আভিযানিকদল বিশ্বস্ত সোর্স, সিসি টিভি ফুটেজ ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত হত্যা মামলার প্রধান আসামী স্বাধীন (২৮), পিতা- মৃত নুর মোহাম্মদ থানা- ফরিদপুর, জেলা-পাবনা’ জিএমপি,গাজীপুর সদর থানাধীন শিববাড়ী মোড় এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিতিত্তে র্যাব-১ এর আভিযানিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জিএমপি,গাজীপুর সদর থানাধীন শিববাড়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামী স্বাধীন (২৮)’কে গত ০৮ আগস্ট ২০২৫খ্রিঃ তারিখ রাতে গ্রেফতার করতে সক্ষম হয়। স্বাধীন’কে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর বাসন থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।