ঢাকা , শনিবার, ০৯ অগাস্ট ২০২৫ , ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ।


আপডেট সময় : ২০২৫-০৮-০৯ ১৬:০৩:০০
সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ। সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ।

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুরের ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সংবাদিকদের পক্ষে থেকে সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ। আমরা গভীর শোক ও ক্ষোভের সঙ্গে সাংবাদিক তুহিন হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।

একজন সংবাদকর্মীর ওপর এভাবে বর্বরোচিত হামলা কেবল ব্যক্তি হত্যাই নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতার ওপর ভয়াবহ আঘাত। এই নির্মম হত্যাকান্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আমরা শহীদ সাংবাদিক তুহিনের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে সত্য ও ন্যায়ের পথে সংবাদপত্র ও সাংবাদিকতা থেমে থাকবে না।

দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় অনিয়ম, দুর্নীতি ও সামাজিক অপরাধ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করছিলেন। তার সাহসী সাংবাদিকতার কারণে তিনি বহুবার হুমকির মুখে পড়েছিলেন। সাংবাদিক তুহিন হত্যাকান্ডে সারা দেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। সহকর্মী সাংবাদিক, মানবাধিকার সংগঠন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সাধারণ মানুষ এই হত্যাকান্ডকে মুক্ত গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর ভয়াবহ আঘাত বলে অভিহিত করেছেন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ