ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামী তামিম সিকদারকে গ্রেফতার করেছেন র্যাব।
ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামী তামিম সিকদারকে গ্রেফতার করেছেন র্যাব।
নিজস্ব প্রতিবেদক : ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামী তামিম সিকদার (২৫) রাজধানীর শাহবাগে র্যাব-১০ কর্তৃক গ্রেফতার।
গতকাল ০৮/০৮/২০২৫ তারিখ রাত আনুমান ২২.০০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর শাহবাগস্থ ঢাকা মেডিকেল নার্সিং কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামী তামিম শিকদার (২৫), পিতা- মো: মুকতার শিকদার, সাং- গাড়ফা, থানা- মোল্লাহাট, জেলা- বাগেরহাট’কে গ্রেফতার করে।
ভিকটিমের পরিবারের লিখিত অভিযোগ থেকে জানা যায়, গ্রেফতারকৃত আসামী তামিম শিকদার ভিকটিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরিচয়ের সুযোগে সে তাকে বিশ্বাস অর্জন করে এবং আসামী ভিকটিমকে ভুল বুঝিয়ে প্রেমের কথা বলে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় ও স্থির চিত্র ধারণ করে। একপর্যায়ে ভিকটিমকে আসামী তার বাড়ীতে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ীতে কেউ না থাকার সুযোগে ভিকটিমকে ধর্ষণ করে ও কৌশলে ভিডিও চিত্র ধারণ করে।
পরবর্তীতে আসামী সেই স্থির চিত্রতে নগ্ন ছবির সহিত এডিট করে ও ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় এবং ভিকটিমের পরিবারের নিকট ইমোতে স্থির চিত্র ও ভিডিও চিত্র পাঠিয়ে ব্ল্যাকমেইল করে আসছিল। ভিকটিমের পরিবার বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালতের নির্দেশে বাগেরহাট জেলার মোল্লাহাট থানায় মামলা নং- ০৭, তারিখ- ২০/০৭/২০২৫ খ্রি., ধারা- ৮(১)/৮(২)/৮(৩)/৮(৪)/৮(৫)/৮(৬) পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২; তৎসহ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত/২০০৩) এর ৯(১) রুজু হয়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স