শার্শা উপজেলা প্রতিনিধি- মানিক হোসেন।
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারী বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যার দিকে ভারতের ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন।
ফেরত আসা দুই নারী হলেন- রুকসানা খানম মিতা (২৩) ও শিল্পী খানম (২৯)। তারা গোপালগঞ্জ ও নড়াইল জেলার বাসিন্দা।
রুকসানা খানম মিতা জানায়, দালালের খপ্পরে পড়ে রাতের অন্ধকারে সীমান্ত পার হয়ে অবৈধভাবে ভারতের গোয়া প্রদেশে যান। সেখানে বাসা বাড়িতে কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশ এবং অবস্থান করার অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। সেদেশের আদালত তাদের ৮ মাসের সাজা দেয়। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় তারা দেশে ফিরেছেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, ফেরত আসা দুই নারীকে আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। পরে পোর্ট থানা পুলিশ রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থার কাছে তাদের হস্তান্তর করবে।