ঢাকা , বুধবার, ০৬ অগাস্ট ২০২৫ , ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রক্তাক্ত ৩৬ জুলাই উপলক্ষে এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০৮-০৬ ০১:৫৬:২২
রক্তাক্ত ৩৬ জুলাই উপলক্ষে এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত রক্তাক্ত ৩৬ জুলাই উপলক্ষে এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত
 
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি।

রক্তাক্ত ৩৬ জুলাই উপলক্ষে এবং জুলাই মাসজুড়ে সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ আগস্ট ২০২৫) বাদে আসর নাইক্ষ্যংছড়ি মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে এ গণমিছিল শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনমত তৈরি করে।
 
গণমিছিলে বক্তারা বলেন, "৩৬ জুলাই একটি কালো অধ্যায়। এই দিন ও পুরো জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানে ইসলামপ্রিয় নেতাকর্মীদের ওপর ভয়াবহ দমন-পীড়ন, হত্যা, গুম ও নির্যাতন চালানো হয়েছে। এসব মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক মানদণ্ডে বিচার হওয়া প্রয়োজন।"
 
বিজয় র‍্যালি শেষে বাজার চত্বরে নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মোহাম্মদ আবু নাসের এর পরিচালনায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনৈতিবিদ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ রফিক বসরী, বান্দরবান জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ রফিক আহমেদ, নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ এরশাদ উল্লাহ,নাইক্ষ্যংছড়ি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ বাবুল হোসেন, নাইক্ষ্যংছড়ি সদর জামায়াতে ইসলামী আমীর মাষ্টার আবদুল গফুর, নাইক্ষ্যংছড়ি উপজেলা মিডিয়া বিভাগের পরিচালক সাংবাদিক মাহমুদুল হক বাহাদুর, বাইশারী ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ ছলিম উল্লাহ প্রমূখ।
 
বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী অতীতেও যেমন ভূমিকা রেখেছে, তেমনি বর্তমানেও গণমানুষের অধিকার আদায়ে রাজপথে থাকবে।
 
গণমিছিলে নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, স্থানীয় কর্মী-সমর্থকসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
 
উল্লেখ্য, ব্যানারে “৩৬ জুলাই: An Idea Never Dies” শ্লোগান ব্যবহার করে গণমিছিলে মানুষের মধ্যে নতুন করে আগ্রহ ও আলোড়ন তৈরি হয়।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ