খন্দকার সুদীপ্ত রহমান।
দিনাজপুর সঙ্গীত ডিগ্রি কলেজে যথাযথ মর্যাদায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উদযাপন এবং জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধান্জলী জ্ঞাপন করা হয়েছে। ৫ই আগষ্ট মঙ্গলবার সকাল ৯ টায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলেজের সকল শিক্ষক- কর্মচারী কলেজ থেকে শহীদ জুলাই স্মৃতিস্তম্ভ জিমন্যাসিয়াম চত্বরে উপস্থিত হয়ে পুষ্প স্তবক অর্পন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) মোঃ হাসান মাহমুদ, শিক্ষক প্রতিনিধি মোঃ হাসনাত আলী, সহকারী অধ্যাপক মোঃ ইলিয়াস আলী, সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন, প্রভাষক শাম্মি রওশন সফিক, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রভাষক ও গ্রন্হগারিক সৈয়দা মনজুয়ারা খাতুন এবং কর্মচারীগন।
শ্রদ্ধা জ্ঞাপন শেষে জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শান্তি কামনা এবং আহত যোদ্ধাদের সুস্হতা কামনা করা হয়। কলেজ অধ্যক্ষ হাসান মাহমুদ তাঁর বক্তব্যে বলেন, ছাত্র জনতার চরম আত্বত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট স্বৈরশাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাদের এই আত্বত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।