মাদারীপুরে কালকিনিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
মাদারীপুরে কালকিনিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক।
মাদারীপুরের কালকিনিতে ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট পাঁচজন শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও কালকিনি থানা পুলিশ। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ এর অংশ হিসেবে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলার এনায়েত নগর ইউনিয়নের শহীদ মোঃ লোকমান হোসেন, শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের শহীদ মোশাররফ, রমজানপুর ইউনিয়নের চরপালরদী গ্রামের মোঃ সিফাত হাওলাদার।
আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের মোঃ রফিকুল সরদার ও একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোঃ হাসিবুর রহমান এর কবরে শ্রদ্ধা নিবেদন করেন, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, কালকিনি থানার (ওসি) কে এম সোহেল রানা সহ আরো অনেকে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স