মকবুল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহ মহানগর ছাত্র শিবির কর্তৃক আয়োজিত জুলাই জাগরণ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।
আজ বিকেল ৫ টায় নগরী টাউন হল প্রাঙ্গনে ভাষা সৈনিক শামসুল হক মঞ্চে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ময়মনসিংহ মহানগর ছাত্র শিবিরের সভাপতি শরীফুুল ইসলাম খালিদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মহানগর ছাত্র শিবিরের সেক্রেটারি ডাঃ আব্দুর রহমান।
অনুষ্ঠান উদ্ধোধন করেন শহীদ রাজুর মাতা।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শহীদ শাহিনের বাবা জামিল হোসেন সোহেল, শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান আসাদ, রাঙ্গামাটি বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এজাজুল ইসলাম
আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা আমির আব্দুল করিম, মহানগরের আমির মাওলানা এমরুল আহসান এমরুল, মহানগর জামায়তে ইসলামের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, মহানগরের নায়েবে আমির এডভান্স রেসিডেনসিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ কামরুল হাসান মিলন, মহানগর ছাত্র শিবিরের অফিস সম্পাদক মাজহারুল ইসলাম প্রমূখ।
আলোচনা শেষে জুলাইয়ের বিভিন্ন ডকুমেন্টারী প্রদর্শন করে মনোঞ্জ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।