ঢাকা , সোমবার, ০৪ অগাস্ট ২০২৫ , ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা।


আপডেট সময় : ২০২৫-০৮-০৪ ১৯:০৯:৪১
হবিগঞ্জে হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা। হবিগঞ্জে হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা।
 
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি। 
 
হবিগঞ্জের বানিয়াচংয়ে গণঅভ্যুত্থানে ৯জনকে হত্যার ঘটনায়, করা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ হাতকড়াসহ পালিয়ে গেছেন। সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। আব্দুল মজিদ নৌকা প্রতীকে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন স্থানীয়রা জানান।

 
গ্ররেফতারের পর হাতকড়া পরিয়ে নৌকায় করে থানায় নেওয়ার জন্য আব্দুল মজিদকে নদীর ঘাটে নিচ্ছিল পুলিশ। এসময় বাড়ির সামনেই হঠাৎ লাফিয়ে পড়েন তিনি। এরপর তিনি হাতকড়াসহ পালিয়ে যান। এলাকাবাসী জানান, পালানোর পর বিপুল সংখ্যক পুলিশ কয়েকটি গ্রাম ঘিরে তল্লাশি করেও তাকে আটক করতে পারেনি। বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) সজীব দাস, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ