বোয়ালখালীর পাঁচ শিক্ষার্থী আহত।
আপডেট সময় :
২০২৫-০৮-০৪ ১৪:২১:৪৯
বোয়ালখালীর পাঁচ শিক্ষার্থী আহত।
এম মনির চৌধুরী রানা।
পটিয়া উপজেলার হুলাইন এলাকায় সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় বোয়ালখালী উপজেলার পাঁচ কলেজ শিক্ষার্থী আহত হয়েছে। রোববার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পটিয়া হুলাইন কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- জয় পালিত, শ্রাবণী শীল, প্রমী শীল, প্রমীর স্বামী রনি দাশ এবং আরও একজন পরীক্ষার্থী। আহত জয় পালিত জানান, "পরীক্ষা শেষে একটি রিজার্ভ সিএনজিতে করে বোয়ালখালী ফিরছিলাম। হুলাইন কলেজ এলাকায় পৌঁছালে আমাদের সিএনজির ব্রেকে সমস্যা দেখা দেয়। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে সাইট দিতে গিয়ে আমাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।
দুর্ঘটনায় অটোরিকশায় থাকা সবাই কমবেশি আ'হত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁরা বাড়ি ফিরে গেছেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স