ঢাকা , সোমবার, ০৪ অগাস্ট ২০২৫ , ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার


আপডেট সময় : ২০২৫-০৮-০৪ ১৪:১৪:২৬
চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযানে তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা, নগদ ৩৩ হাজার ৩০০ টাকা, দুটি ধারালো ছুরি এবং চারটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।


গ্রেফতারকৃতরা হলেন- চুনারুঘাট পৌরসভার ১নং ওয়ার্ডের মনিনপুর গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে রমিজ মিয়া (৪২) ও একই এলাকার সোহাগ মিয়া (২৫)। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে যৌথ বাহিনী উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে রাতেই তাদেরকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়।

রোববার (৩ আগস্ট) সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ