নিজস্ব প্রতিবেদক।
সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সি অ্যান্ড এফ) এজেন্ট গ্রুপের অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ওভারসিজ সেন্টার (২য় তলা) গ্রুপ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গ্রুপের সভাপতি মোঃ বশিরুল হক ও সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম সঞ্চালনা করেন। গঠনতন্ত্র সংশোধনের লক্ষ্যে কোম্পানি আইন ১৯৯৪ এর ২৮ নং ধারার অধীনে গঠনতন্ত্রের ২০টি অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব উত্থাপন করা হয়। এই সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন গ্রুপের সহ-সভাপতি মোঃ আবুল কালাম ও অর্থ সম্পাদক সালা উদ্দিন আহমদ।
প্রস্তাবিত সংশোধনী নিয়ে বক্তব্য রাখেন, সি অ্যান্ড এফ এজেন্ট গ্রুপের উপদেষ্টা কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি মোঃ আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক ওজি মোহাম্মদ কাওসার, অর্থ সম্পাদক সালা উদ্দিন আহমদ, কার্যনির্বাহী সদস্য বজলুর রহমান বাবুল, সৈয়দ সাকিরুজ্জামান।
এছাড়াও সভায় বক্তব্য দেন, প্রবির কুমার দেবনাথ, সলিল শেখর দত্ত, আবু হেনা তারেক, সুলতান মোহাম্মদ রাজু, হাসানুল ইসলাম রবিন প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়ত করেন, গ্রুপের সদস্য সুলতান মোহাম্মদ রাজু। সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধনী গ্রহণ করা হয়। সভাপতি মোঃ বশিরুল হক সম্মতিক্রমে সংশোধনী চূড়ান্ত করতে তিন সদস্যবিশিষ্ট একটি সাব-কমিটি গঠনের ঘোষণা দেন।
এই অতিরিক্ত সাধারণ সভা সিলেট জেলা সি অ্যান্ড এফ এজেন্ট গ্রুপের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।