কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী থানা পুলিশ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করে। কাউখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে (১ আগস্ট) এক ঝটিকা অভিযান পরিচালনা করে, উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা গ্রামের আব্দুল মালেকের ছেলে মাদক ব্যবসায়ী কামাল শেখ (৪০) ওরফে ভুট্টো কামালকে একই ইউনিয়নের পোলেরহাট বাজার সংলগ্ন এলাকা থেকে ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করে।
যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ হাজার টাকা। অভিযান পরিচালনা করেন, কাউখালী থানার এস আই মোঃ মাসুদ আল মামুন।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, মাদক ব্যবসায়ী ভুট্টো কামালের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
জুলাই মাসে ছয়টি মাদকের মামলা হয়েছে, এবং মাদকের সঙ্গে জড়িত ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ীরা এলাকায় মাদকদ্রব্য গাঁজা বিক্রি করিয়া এলাকার যুব সমাজ ও স্কুল কলেজগামী ছেলেদেরকে বিপথগামী করিয়া তোলা সহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে তোলে। এদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।