ঢাকা , রবিবার, ০৩ অগাস্ট ২০২৫ , ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আমীরে জামায়াতের সুস্থতা কামনায় দোয়া"দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সকলকে জামায়াতে পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে -ড. মুহাম্মদ রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৮-০২ ১৭:২৪:১৪
আমীরে জামায়াতের সুস্থতা কামনায় দোয়া"দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সকলকে জামায়াতে পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে -ড. মুহাম্মদ রেজাউল করিম আমীরে জামায়াতের সুস্থতা কামনায় দোয়া"দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সকলকে জামায়াতে পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে -ড. মুহাম্মদ রেজাউল করিম


নিজস্ব প্রতিবেদক 

বিপ্লব পরবর্তী ক্ষুধা, দারিদ্র, অশাসন, দুঃশাসন ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্লদ্রষ্টা এবং দেশ-জাতির দুঃসময়ের কাণ্ডারী আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারীর সফলতা ও আশু আরোগ্য কামনায় নগরবাসী সহ দেশের সকল স্তরের জনগণের প্রতি আন্তরিক দোয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।


তিনি আজ সকালে রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের শেরেবাংলা নগর থানা আয়োজিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের বাইবাস সার্জারীর সফলতা ও আশু আরোগ্য  কামনায় এক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শুরা সদস্য ও  শেরেবাংলা নগর থানা উত্তরের আমীর মু. আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে এবং শেরেবাংলা নগর থানা উত্তরের সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, থানা নায়েবে আমীর শাহ আজিজুর রহমান তরুণ, থানা এইচ আর ডি সম্পাদক হুমায়ুন কবির, থানা কর্মপরিষদের সদস্য ও ২৮ উত্তর ওয়ার্ডের সভাপতি হাফেজ মু . শাহজাহান, ওলামা বিভাগের সভাপতি এস এম সাইফুল ইসলাম, ২৮ পশ্চিম ওয়ার্ডের সভাপতি ইঞ্জিনিয়ার মু. ইফতেখার খান সুজন, ৬০ ফিট উত্তর ওয়ার্ডের সভাপতি আসাদুজ্জামান টিপু সহ অন্যান্য ওয়ার্ডের নেতৃবৃন্দ।


ড. রেজাউল করিম বলেন, দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় আল্লাহর বিধান ও রাসূল (সা.)-এর আদর্শ প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। একাজ করা ফেরেস্তাদের দায়িত্ব নয় বরং আল্লাহ তা’য়ালার খলিফা হিসাবে তা আমাদের ওপরই অত্যাবশ্যকীয় করা হয়েছে। একাজে আঞ্জাম দিতে সিপাহসালারের দায়িত্ব পালন করছেন গণমানুষের নয়ণমনি ও অবিসংবাদিত জননেতা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। তিনি তার মেধা, যোগ্যতা, প্রজ্ঞা, দূরদর্শিতা, কর্মতৎপরতা ও দৃঢ়তা দিয়ে দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।


তিনি বিপদে মানুষের বন্ধু হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের কাছে তিনি জনপ্রিয় ব্যক্তি। দেশ ও জাতির চলমান ক্রান্তিকালে যখন তার গতিশীল নেতৃত্ব প্রয়োজন তখনই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তিনি সকলকে আমীরে জামায়াতের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহর কাছে সকলকে ধর্ণা দেওয়ার আহবান জানান। 


তিনি বলেন, ডা. শফিকুর রহমান দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা এবং জনসেবার জন্য সাধারণ মানুষের মনে মনিকোটায় স্থান করে নিয়েছেন। তার তেজোদীপ্ততা ও দৃঢ়তা তাকে অনন্য ও বিরল ব্যক্তিত্বে পরিণত করেছে।


তিনি ১৯ জুলাই জাতীয় সমাবেশে সভাপতির ভাষণ দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে যান এবং তৎক্ষনাৎ ওঠে জীবন-মৃত্যুর মালিক আল্লাহ বলে ঘোষণা দিয়ে মানুষের ঈমানকে উদ্দীপ্ত করে দেশ ও জাতির কাণ্ডারীর দায়িত্ব পালন করেছেন। ২০০৬ সালে পল্টন ট্রাজেডির দিনেও শহীদ আমীরে জামায়াত মতিউর রহমান নিজামীও এমন দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাই দেশকে সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত করতে দেশে সফল ইসলামী বিপ্লবের কোন বিকল্প নেই। তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। 





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ