এস আর পার্সেল সার্ভিসের পীরগঞ্জ শাখার উদ্বোধন।
আপডেট সময় :
২০২৫-০৮-০১ ২২:৫২:০৭
এস আর পার্সেল সার্ভিসের পীরগঞ্জ শাখার উদ্বোধন।
পারভেজ হাসান, (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় চালু হলো এস আর পার্সেল সার্ভিসের নতুন শাখা। উপজেলার প্রাণকেন্দ্র রানীশংকৈল রোডের বেলায়েত মসজিদের সামনে উদ্বোধন করা হয় এই শাখাটি।
শুক্রবার (১ আগষ্ট) বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় ব্যবসায়ী, সুধী সমাজ ও গণমাধ্যমকর্মীরা। দোয়া মাহফিলের শেষে শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধনের সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ফরিদ হোসেন বলেন, এখন থেকে পীরগঞ্জবাসীরা ঢাকাসহ দেশের যেকোনো প্রান্তে দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য পার্সেল পাঠাতে পারবেন আমাদের মাধ্যমে। গ্রাহকদের সন্তুষ্টিই আমাদের প্রধান লক্ষ্য।
এ সময় তিনি আরও জানান, এস আর পার্সেল সার্ভিস আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের সেবায় দ্রুততার সঙ্গে কাজ করবে। মোবাইল ট্র্যাকিং সিস্টেম, ডোর-টু-ডোর ডেলিভারি এবং নিয়মিত সময়ানুবর্তিতা থাকবে এই সার্ভিসে।
প্রতিষ্ঠানটির পীরগঞ্জ শাখার অভিভাবক কাওসার আল অনিক জানান, পীরগঞ্জে দ্রুতগতির পার্সেল সেবার অভাব ছিল। এস আর পার্সেলের মতো প্রতিষ্ঠানের আগমন ব্যবসা-বাণিজ্যে গতি আনবে এবং শিক্ষার্থী, চাকরিপ্রার্থীদের জরুরি কাগজপত্র, অনলাইন প্রোডাক্ট, উপহার সামগ্রী ডেলিভারি সহ অনলাইন ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে উপকার বয়ে আনবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স