ঢাকা , শনিবার, ০২ অগাস্ট ২০২৫ , ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কয়রায় মৎস্য ঘের দখলের চেষ্টায় হামলা গুরুতর আহত ১১


আপডেট সময় : ২০২৫-০৮-০১ ২২:৪৬:৪৭
কয়রায় মৎস্য ঘের দখলের চেষ্টায় হামলা গুরুতর আহত ১১ কয়রায় মৎস্য ঘের দখলের চেষ্টায় হামলা গুরুতর আহত ১১
 
শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের চৌকুনী গ্রামের গোলাপের মোড় হইতে নদীর পাশে মৎস্য ঘের দখলের চেষ্টাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে বলে জানা যায়। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।


স্থানীয় ও আহরা জানায়, চৌকুনী গ্রামের গোলাপের মোড় হইতে নদীর পাশে মৎস্য ঘের পৈত্রিক সুত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছে সাহেব আলী মোল্লা পিতা মৃত সলেমান মোল্লা গংরা।  
 

এই জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে সাথে আহতরা জানায়, বৃহস্পতিবার সকাল ৮টায়  এলাই বক্স গংরা দা,লাঠি শাবোল নিয়ে জুয়েল, আঃ রহমান, আয়ুব আলী, আকবর, গফ্ফার সহ ৪০/৫০ জন ঘের দখলের জন্য হামলা চালায় এবং মাছের ঘেরের ঘেরা বেড়া কেটে ফেলে। এ কাজে সাহেব আলী মোল্লা গংরা বাঁধা দিলে এলাই বস্ক গংদের হামলায় সাহেব আলী মোল্যা, মজিদ মোল্যা, মাজেদ মোল্যা, জিল্লুর, মাসুম বিল্লাহ, শাহাবানু, মারুফা বেগম, মারুফা সহ ১১ জনকে মেরে গুরুতর আহত করে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মারুফা বেগম, সাহেব আলী আলী, মারুফা ও স্বরবানুর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার গণ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


এ বিষয়ে এলাইবক্স কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা এই জমিতে  মৎস্য ঘের পরিচালনা করে আসছি তারা আমাদের ঘেরে হামলা করে আমাদের কে আহত করে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ