ঢাকা , শনিবার, ০২ অগাস্ট ২০২৫ , ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে স্বেচ্ছাসেবকদল নেতাকে পিটিয়ে হত্যা।


আপডেট সময় : ২০২৫-০৮-০১ ০০:০২:৪৮
বরিশালে স্বেচ্ছাসেবকদল নেতাকে পিটিয়ে হত্যা। বরিশালে স্বেচ্ছাসেবকদল নেতাকে পিটিয়ে হত্যা।
 

রাহাদ সুমন, বরিশাল ব্যুরো। 


বরিশাল সদর উপজেলার কাশীপুরে লিটন সিকদার লিটু নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তারা হচ্ছেন মুন্নি আক্তার ও সুমন। আহতদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যার পর কাশীপুর ইউনিয়নের পূর্ব বিল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিটন ওই এলাকার মৃত নজের শিকদারের ছেলে। আতরা সম্পর্কে ভাই-বোন।


প্রত্যক্ষদর্শীরা বলেন, লিটনের নেতৃত্বে নিরাপত্তাকর্মী জাকির গাজীকে ৪ দিন আটকে রেখে মারধর করা হয়। এই ঘটনায় জাকিরের স্ত্রী মুন্নি ও তার শ্যালক সুমন জড়িত ছিলেন। সেই ঘটনার জের ধরে জাকিরের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যা পর কয়েকজন মিলে লিটনকে পিটানো শুরু করে। তাকে বাঁচাতে আসলে মুন্নি ও সুমনকে বেধড়ক পেটানো হয়। এতে লিটন ঘটনাস্থলেই নিহত হন। বাকি দুইজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


উল্লেখ্য- গত ২৩ জুলাই বেরানোর জন্য শ্বশুর বাড়িতে যান জাকির গাজী। সেখানে যাওয়া মাত্রই তার স্ত্রী মুন্নি বেগম ও শ্যালকরা তাকে আটকিয়ে নগদ টাকা, জমি ও ব্যাংক চেক দিতে বলে এবং মোবাইল ফোন নিয়ে যায়। এরপর ৪ দিন সেই বাড়িতে আটকে রেখে তার উপর অমানবিক নির্যাতন চালায়। এমনকি ৪ দিনে তাকে কিছু খেতেও দেয়নি তারা।


এতেও, তিনি রাজি না হলে অভিযুক্তরা পিটিয়ে পা ভেঙে দেয় ও কারেন্ট শক দিয়ে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, খালি স্ট্যাম্পে ও চেকে সই নেয়। এরপর গত ২৭ জুলাই জাকিরের পরিবার ৯৯৯ এ কল করলে এয়ারপোর্ট থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি মো: জাকির সিকদার বলেন- গত ২৭ জুলাই ৯৯৯ এ কলে লিটনের বাড়ি থেকে নিরাপত্তাকর্মী জাকির গাজীকে উদ্ধার করা হয়েছিল। আজ রাতে লিটনের মৃত্যু খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ