ঢাকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ০৪ জন ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৭-৩১ ২২:১১:৫৭
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ০৪ জন ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ০৪ জন ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব।


নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ০৪ জন ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। ১। 


বাংলাদেশ আমার অহংকার- এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। 


এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪, সিপিএসসি এর একটি আভিযানিক দল ৩০ জুলাই ২০২৫ তারিখ রাতে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন কালশী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে মোঃ সোহাগ (৩০), মোঃ সজিব (৩৫), মোঃ সুমন (৪২) ও মোঃ বাবু (৩২) কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়। 


মামলার এজাহার ও গ্রেফতারকৃত আসামীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৩০ জুলাই ২০২৫ রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন কালশী মোড়. ইসিবি চত্তর গামী যাত্রী ছাউনীর নিচে ফাঁকা জায়গায় ৮/১০ জনের একটি ডাকাত দল ডাকাতি করার প্রসÍুতি নিয়ে একত্রিত হয়েছে।


উক্ত সংবাদের প্রেক্ষিতে র‌্যাব- ৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে হাজির হয়ে মোঃ সোহাগ (৩০), থানা- পল্লবী, ঢাকা, মোঃ সজিব (৩৫), থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ, মোঃ সুমন (৪২), থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া, ও মোঃ বাবু (৩২), পল্লবী,ঢাকা কে গ্রেফতার করে।


এসময় অজ্ঞাতনামা ৫/৬ জন ডাকাত পালিয়ে যায়। উক্ত আসামীদের গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ১টি সুইচ গয়ারের চাকু, ১টি কাঠের বাটযুক্ত চাপাতি, ১টি তালা কাটার যন্ত্র, ১টি লোহার তৈরী হাসুয়া, ১টি কাঠের বাটযুক্ত দা, ১টি প্লাস্টিকের বাটযুক্ত চাকু, ১টি ইলেক্ট্রিক শক মেশিন ও ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞসাবাদে জানা যায় যে, মোঃ সোহাগ (৩০) এর নেতৃত্বে পল্লবী থানাধীন ইসিবি চত্তরগামী যাত্রী ছাউনীর নিজে ফাঁকা জায়গায় ডাকাতি করার জন্য সকলে একত্রিত হয়। ডাকাত দলের মূল হোতা সোহাগ এর বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক মামলা চলমান আছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ